Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

History of the Union of Ghanipur

১১ নং গনিপুর ইউনিয়ন পরিষদ

ডাকঘরঃচাঁন্দেরআড়া,উপজেলাঃবাগমারা,জেলাঃরাজশাহী।

 

গনিপুর ইউনিয়ন পরিষদের ইতিহাস পর্যালোচনাঃ

প্রথমে এই পরিষদটি গনিপুর নামে একটি গ্রামে সূচনা হয়েছিল।তারপর সেখান থেকে স্থান পরিবর্তন করে মহব্বতপুর গ্রামে নিয়ে আনা হয়েছিল এবং সেখানে পরিষদের জন্য জমিও ক্রয় করা হয়েছিল।অতপর সেখান থেকে আবারও স্থান পরিবর্তন করে হাসনীপুর অত্র স্থানে পরিষদটি স্থাপন করা হয়।এখানে আনার পর প্রথমে ছোট্র একটি বিল্ডিং তৈরী করা হয়েছিল।তারপূর্বে তাহের এবং বাহার নামক ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করা হয়।এরপর এই অত্র পরিষদটি নির্মিত হয়,২০০৪ সালে।আর বাস্তবায়নে এল.জি.ই.ডি, অর্থায়নে ইউ.এস.এ.আই.ডি, চুক্তি মল্যঃ ৩৫,৬৩,৪৯৭ টাকা।যা বর্তমানে এই অবস্থায় এসে দাড়িয়েছে। বিস্তারিত…………………………………………….সংশোধীত……….