Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

১১ নং গনিপুর ইউনিয়ন পরিষদ

ডাকঘরঃচাঁন্দেরআড়া,উপজেলাঃবাগমারা,জেলাঃরাজশাহী।

দর্শনীয় স্থান

নাম

কিভাবে যাওয়া যায়

অবস্থান

মাধাইমুড়ি দর্গা

গনিপুর ইউনিয়ন পরিষদ থেকে উত্তর পশ্চিমে ৫কিঃমিঃ দুরে এই মাধাইমুড়ি গ্রাম অবস্থিত। সেখানে যেতে প্রথমে ৫ কিঃমিঃ পিচের রাস্তায় এবং দেড় থেকে দুই কিঃমিঃ কাঁচা রাস্তায় আসতে হয়।এটি গ্রাম থেকে প্রায় দেড় দুই কিঃমিঃ দুরে বিলের মাঝখানে এই গাছটি অবস্থি।  গাছটির নাম পাইকড়ই গাছ।আর এই গাছের গোড়াটি সুন্দর করে বাঁধানো আছে। এখানে দুরদুরান্ত থেকে অনেক মানুষ এসে মানামানাসিদ করে অসুখ সারানোর জন্য। ঐখানে একটি টিউবয়েল বসানো আছে।মানুষ এসে প্রথমে এই গাছের ছায়াতলে বসে আরাম করে। তারপর খাদ্দি-খানার পর অসুখের জন্য মানা-মানসিদ করে বাড়ি চলে যায়।এতে করে অনেকের অসুখ ভাল হয়ে যায়।১২/১২/২০১২ সাল থেকে এটি দর্শনীয় স্থান হিসাবে চালু হয়েছে। এই বৃক্ষের গোড়া বাঁধানোতে এবং রাস্তা তৈরীতে সহযোগিতা করেছেন ১১ নং গনিপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ মোঃমনিরুজ্জামান রন্জু।বাস্তবায়নের তারিখ হচ্ছে ১৭/০৬/২০১২ ইং।

 

 

 

 

  ১১ নং গনিপুর ইউনিয়নের

  ১নং ওয়ার্ডের

মাধাইমুড়ি গ্রামে।

আচিনঘাট পাঁচ পিরের মাজার শরীফ(এতিমখানা মাদ্রাসা)

ইউনিয়ন পরিষদ থেকে পাকা রাস্তা দিয়ে দেড় থেকে দই কিঃমিঃ দুরে আচিনঘাট পাঁচ পিরের মাজার শরীফ অবস্থিত। এটি একটি অত্যন্ত সুন্দর স্থান।

 

১১ নং গনিপুর ইউনিয়নের

৩নং ওয়ার্ডের

আচিনঘাট গ্রামে।